Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ ইং | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল) ২০.৭১°সে
শিরোনাম
কমলনগরে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত কমলনগরে বেড়েছে চুরি-ডাকাতি: আইনশৃঙ্খলার অবনতি পবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়োন্নয়নে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন দূর্নীতি তাড়াতে এবার লাঠি নিয়ে সংসদে যেতে চান ইসলামী আন্দোলনের নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল  পবিপ্রবিতে নবনির্মিত বাস-শেড উদ্বোধনের আগেই ফাটল: কাজের মান নিয়ে প্রশ্ন খুলনা ২ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র মতবিনিময় ও গণসংযোগ জুলাইয়ের এতো রক্ত ও জীবনের পরে কোন অবস্থাতেই আর কোন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেয়া হবে না-আব্দুল আউয়াল  খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র পক্ষে গণসংযোগ কমলনগরে মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

কমলনগরে বেড়েছে চুরি-ডাকাতি: আইনশৃঙ্খলার অবনতি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ব্যাপকহারে বেড়েছে চুরি-ডাকাতি ও ধর্ষণের ঘটনা। রয়েছে কিশোর গ্যাংয়ের ভয়াবহ উৎপাত। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। বাড়ছে চুরি-ডাকাতি, ধর্ষণ,মাদক ও ইভটিজিং সহ নানা অপরাধ কর্মকান্ড। গত একবছর ধরে একের পর এক অপরাধ কর্মকান্ড যেন বেড়েই চলেছে। কোনভাবেই থামানো যাচ্ছেনা চুরি ডাকাতি। প্রতিরাতে উপজেলার কোথাও না কোথাও চুরি-ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী।

সুত্র জানায়,উপজেলার চরকাদিরা, হাজিরহাট, চরফলকন, পাটারিরহাট,চরকালকিনি, চরমার্টিন, সাহেবেরহাট ও তোরাবগন্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে চলছে এসব অপরাধ কর্মকান্ড।

গত এক বছরে বেশ কিছু গণধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ চেষ্টা, কিশোরগ্যাং, চুরি ও ডাকাতির পাশাপাশি গরু চুরি, মানুষের বসত বাড়িতে চুরি নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। বসতবাড়ির পানির কল, মটার, শাড়ি কাপড় কোন কিছুই বাদ যাচ্ছেনা চোরের হাত থেকে। জানমালের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। প্রতিদিন কোথাও না কোথাও চলছে কিশোরগ্যাংয়ের মহড়া।

উপজেলার ৯ টি ইউনিয়নে ৮১ টি ওয়ার্ডের অলিগলিতে বেপরোয়া হয়ে উঠছে কিশোরগ্যাংচক্র। এরা সংঘবদ্ধ হয়ে গভীর রাতে মানুষের গরু চুরি থেকে শুরু করে বসতবাড়িতে হানা দিচ্ছে। এসব ঘটনায় থানায় অভিযোগ হলেও পুলিশ ধর্ষণে অভিযুক্তদের কয়েকজনকে গ্রেফতার করলেও বেশীরভাগ রয়েছে অধরা। চুরি ডাকাতির মামলায় আসামী গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছে পুলিশ। এতে দিনদিন মানুষের মধ্যে আতংক ও উৎকন্ঠা বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে উপজেলার ৯ টি ইউনিয়নের ৮১ টি ওয়ার্ডের বাসিন্দারাও রয়েছে উদ্বেগ উৎকন্ঠায়। অন্যদিকে কমলনগর থানায় দালালের উৎপাদও বেড়ে গেছে ব্যাপক হারে। সন্ধা হলেও শুরু হয় সালিশ বানিজ্য। প্রকাশ্যে চলছে বিচার প্রার্থীদের নিয়ে তদবির ও সালিশ বাণিজ্য। দালালদের কয়েকটি গ্রুপ পুলিশের ছত্রছায়ায় এসব বাণিজ্য করছে বলে অভিযোগ উঠেছে।

সুত্রমতে: ২৯ অক্টোবর রাতে উপজেলার তোরাবগন্জ ইউনিয়নে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হন। ১১ অক্টোবর চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকায় চিপসের প্রলোভন দিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করেন বশির সর্দার নামে এক ব্যক্তি। গত বছর ৯ ডিসেম্বর রাতে চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় ফিল্মি স্টাইলে মাকে বেঁধে এক তরুণীকে ৪ জন মিলে ধর্ষণ কর হয়। ১৫ অক্টোবর চরমার্টিন ইউনিয়নে খালা শাশুড়ীর সাথে ধর্ষণের ঘটনা ঘটে।

এছাড়া ২৯ অক্টোবর চরমার্টিন ইউনিয়নের আবুধাবি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ওই বাড়ী থেকে ১৬ লাখ টাকার মালামাল ও ১৪ ভরি স্বর্ণ লুট করা হয়। ২৫ ফেব্রুয়ারী রাতে চরফলকন গ্রামে চেতনানাশক ঔষধ খাইয়ে পরিবারের ১২ জনকে অচেতন করে ৫ লাখ টাকার মালামাল লুট করা হয়। ২ এপ্রিল চরলরেন্স ইউনিয়নের বাঁশতলা এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকা থেকে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। ৪ এপ্রিল তোরাবগন্জ ইউনিয়নের চরপাগলা গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। ১৯ ডিসেম্বর হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামে সৌদি প্রবাসীর বাড়ীতে পরিবারের সবাইকে হাত পাঁ বেঁধে ১৫ লাখ টাকার মালামাল লুট করা হয়। ১২ আগস্ট চরলরেন্স ইউনিয়নের করইতলা এলাকায় আরেক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ১৭ অক্টোবর রাতে হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ডাকাতি হয়। এসময় ডাকাতদল নগদ ৫ লাখ টাকা সহ ৮ ভরি স্বর্ণ অলংকার লুট করে। হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ইয়াসিন আরাফাতের বাড়ীতে চুরির ঘটনা ঘটে। এসময় তার মোটরসাইকেল সহ মালামাল নিয়ে যায় চোরের দল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ওলি উদ্দীন মাসুদের বাসায় ঢুকে চোরের দল তার মালামাল সহ মোটরসাইকেলও নিয়ে যায়। এভাবে প্রতিদিন উপজেলার কোথাও না কোথাও চলছে চুরি ডাকাতির ঘটনা। এসব ঘটনায় পুলিশ অপরাধী ধরতে ব্যর্থ হওয়ায় জনমনে পুলিশ নিয়ে প্রশ্ন দেখা দেয়।

এব্যাপারে চরবসু এলাকার জয়নাল আবেদীন বলেন,যে ভাবে চুরি ডাকাতি বেড়ে গেছে, তাতে আমরা খুবই আতঙ্কে আছি। চুরির পাশাপাশি ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনাও ঘটছে। কমলনগরে আইনশৃঙ্খলা বাহিনী আছে বলে মনে হয়না।

চরমার্টিন ইউনিয়নের বাসিন্দা খবিরুল হক বলেন, মানুষের নিরাপত্তা বলতে কিছুই নেই, যেভাবে গণহারে চুরি ডাকাতি হচ্ছে-থানা পুলিশকে জানিয়েও কোন লাভ হচ্ছেনা। চুরি ডাকাতির পাশাপাশি ধর্ষণের ঘটনাও শুনতেছি । আমরা মেয়েদের নিয়ে চিন্তিত রয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একজন ইউপি চেয়ারম্যান বলেন, আমরা গ্রাম পুলিশ দিয়ে নিয়মিত পাহারা দিচ্ছি। চুরি ডাকাতি বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা সভায় বার বার বলেছি। এরপরেও কোন ভাবেই চুরি ডাকাতি বন্ধ করা যাচ্ছেনা। মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশকে আরও সতর্ক হওয়া উচিত।

ভুক্তভোগী হাজিরহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) ইয়াসিন আরাফাত বলেন, চুরি ডাকাতি এখন নিত্য দিনের ঘটনা। পুলিশকে জানিয়েও কোন কাজ হচ্ছেনা।

আরেক ভুক্তভোগী ডাঃ ওলি উদ্দীন মাসুূদ বলেন, তার বাসায় ঢুকে ঘরের বাসার আসবাবপত্র ও একটি মোটরসাইকেল নিয়ে যায় চোরের দল। আইনশৃঙ্খলার অবনতিতে তারা খুব চিন্তিত।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, কিছু চুরি-ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ সাথে সাথে ব্যবস্থাও নিচ্ছে। থানায় আসা অভিযোগগুলো গ্রহন করে বেশ কিছু অপরাধী গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য অপরাধী ধরতে পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

খুলনা ক্লে রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
রামগতিতে আগুনে পুড়ল ১০ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি
খুলনা-৩ আসনে হাতপাখা মার্কার প্রার্থী মাওঃ আব্দুল আউয়ালের মোটরসাইকেল শোডাউন
জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগরের প্রতিবাদ বিবৃতি
জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান
কোমলমতি শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ ছাত্রদলের

আরও খবর